ডেঙ্গু পরীক্ষার ফি–সরকারিতে ১০০, বেসরকারিতে ৩০০ নির্ধারণ


নিউজ ডেস্ক  ৬ নভেম্বর, ২০২২ ৬:৫৫ : অপরাহ্ণ

দেশে দীর্ঘদিন বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলেও বর্তমান ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে আর সে সুযোগ থাকছে না। এবার ডেঙ্গু পরীক্ষার জন্য ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখন থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য ১০০ টাকা ফি নেবে সরকারি হাসপাতালগুলো। আর বেসরকারি হাসপাতালে গেলে লাগবে ৩০০ টাকা।

আজ রোববার দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের সভাকক্ষে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু শনাক্তের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছি। একইসঙ্গে বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এখন থেকে এটিই কার্যকর থাকবে।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সেবা চালু করা হয়। তবে এখন থেকে এনএস-১ পরীক্ষার জন্য ১০০ টাকার পাশাপাশি সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের জন্য ২৫০ টাকা করে নেওয়া হবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ