চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু–আক্রান্ত ৪০০ ছাড়িয়েছে


নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর, ২০২২ ৬:৩২ : অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরীতে ৩ নারীর মৃত্যু হয়েছে। এবং আক্রান্ত ৪০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর নগরীর পাহাড়তলীর বাসিন্দা শিউলি রানী (৪০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হন। প্যাথলজিক্যাল টেস্টে তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে বুধবার রাতে তার মৃত্যু হয়।

গত ১৬ সেপ্টেম্বর একই এলাকার খুরশিদা বেগম (৭০) অসুস্থ অবস্থায় ওই একই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সেখানে তার মৃত্যু হয়।

প্রাপ্ত তথ্যে আরও জনা যায়, গত ১৪ সেপ্টেম্বর মোগলটুলী বাইলেইনের নুরুল ইসলাম সওদাগর বাড়ির দিলআরা বেগম রেশমী (৫০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর বেসরকারি এভারকেয়ার হসপিটালে ভর্তি হন। এরপর বুধবার সেখানে তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হলো। এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চমেক হাসপাতালে আরও এক রোগীর মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ