Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে সিআরইউ’র স্বাক্ষাত


১৪ ডিসেম্বর, ২০১৭ ৯:০৬ : পূর্বাহ্ণ

সকালেরসময় নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জীর সাথে মত বিনিময় করেন।

ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী সাক্ষাতকারে নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ গত বিশ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে। বিশেষ করে গার্মেন্টস, পোল্ট্রী, কৃষি, যাতায়াত ব্যবস্থায় এতো বেশী উন্নয়ন করেছে যা ভাবাই যায়না। শিক্ষা, অর্থনীতি , জন্ম-মৃত্যু এবং জীবন যাত্রার মান অনেক ক্ষেত্রেই সার্কভুক্ত কয়েকটি দেশ থেকে এগিয়ে। বর্তমান সরকারের এই সাফল্য ধরে রাখতে হাই কমিশনার সাংবাদিকদের লেখনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও সাংবাদিকদের সফর ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির পুনঃ নির্বাচিত সভাপতি কিরন শর্মা বলেন, ভারত ও বাংলাদেশ অকৃত্রিম এক বন্ধু । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দেশের জনগণের পাশে থেকে তৎকালিন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দ্রিরাগান্ধি যে সহযোগীতা করেছেন তার প্রতি বিন¤্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতিতের অনেক সমস্যার সমাধান হয়েছে উভয় দেশের সরকার ও জনগণের ভ্রাতৃত্বের জন্য।

মতবিনিময সভায় উপস্থিত ছিলেন সিআরইউ’র নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, অর্থ সম্পাদক নুরুল কবির, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আজীজ, আপ্যায়ন ও সমাজ কল্যান সম্পাদক মোক্তার হোসেন বাবু, সকালেরসময়.কম’র সম্পাদক ও সিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মোঃ ফোরকান, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া ও নির্বাহী সদস্য বরুন আচার্য্য বালাই। মতবিনিময় শেষে ভারতীয় সহকারী হাই কমিশনারকে সি, আর, ইউ নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ