১৬১—ইউপি ভোটে যাবে না বিএনপি


সকালের-সময় রিপোর্ট  ৩ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪১ : পূর্বাহ্ণ

আগামী ২০ সেপ্টেম্বর ১৬১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়ে নির্বাচন কমিশন। তবে এই নির্বাচনে যাবে না বিএনপি। ভোট কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ এনে এই নির্বাচনে যাচ্ছে না দলটি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সালেহ প্রিন্স বলেন, বর্তমান সরকারের অধীনে দলীয় প্রতীকে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপরও আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এখানেও সরকার ভোট কারচুপি ও ভোট ডাকাতি করছে। যার ফলে জনগণের রায়ের প্রতিফলন ঘটছে না। তাই আমরা বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবো না।

আগামী ২০ সেপ্টেম্বর স্থগিত ১৭৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১৬১টিতে ভোট অনুষ্ঠিত হবে’- এ তথ্য জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আগামী ২০ সেপ্টেম্বর স্থগিত হওয়া ৯টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ