জনগণ রায় দিলে আবারও ক্ষমতায় আসব: হাছান মাহমুদ


সকালের-সময়  ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৪৯ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক: সব সময় একটি দল ক্ষমতায় থাকবে সেটি মনে করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আগামীতে জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আবারও ক্ষমতায় আসবো। কিন্তু যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন—যারা ক্ষমতার হালুয়া-রুটি নেওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য দল করে তাদেরকে নেতৃত্বে বসানো যাবে না। যারা ১৩ বছরে নতুন করে আওয়ামী লীগ হয়েছে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার দরকার নেই। পরীক্ষিত সৈনিকদের হাতে মূল নেতৃত্ব থাকবে, যারা দুঃসময়ে পাশে ছিল।

ড. হাছান মাহমুদ বলেন— ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়। তখন বাংলাদেশের জিডিপি ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ। বর্তমানে জিডিপি ৮ শতাংশ। স্বাধীনতার এতো বছর পরও আমরা বঙ্গবন্ধুর রেকর্ড ভাঙতে পারিনি। তবে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পাকিস্তান।

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এমন একটা নির্বাচন কমিশন গঠন করা হবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে।

নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ