খালেদার বিদেশ যাওয়ার আবেদন যাচাই বাছাই করা হচ্ছে: আইন মন্ত্রণালয়


সকালের-সময় রিপোর্ট  ৬ মে, ২০২১ ২:৫২ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসার বিষয়ে আবেদন যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার।

আবেদনপত্রটি যাচাই বাছাই করছে আইন মন্ত্রণালয়। বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে তিনি আবেদনপত্রটি হস্তান্তর করেন। এরপর আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিক দিক বিবেচনা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার উদ্দেশে লন্ডন রওনা করবেন খালেদা জিয়া।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ প্রকাশ করে বলেছেন, মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে সরকার।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ