বিষয় :

শুক্রবার থেকেই শুরু আরব জাহানে রোজা


সকালের-সময় নিউজ ডেস্ক ২৩ এপ্রিল, ২০২০ ১:৫৫ : অপরাহ্ণ

সৌদি আরবের আকাশে বুধবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের/অর্থাৎ শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার থেকে রোজা শুরু হবে।

এদিকে রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ