বিষয় :

দেশে করোনায় নতুন করে ২ জনের মৃত্যু-শনাক্ত বেড়ে ২২৭


সকালের সময় : ২৯ নভেম্বর, ২০২১ ৭:৩৬ : অপরাহ্ণ
করোনা, শনাক্ত, মৃত্যু

জাতীয় ডেস্ক : সরাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও অন্য কোন বিভাগে মৃত্যু হয়নি।

আগের দিন দেশে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮০ জনে।

তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। আগের দিন ২০৫ জনের শরীরে করোনার অস্তিত্ব মিললেও গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ