৮০টি স্বর্ণের বারসহ চট্টগ্রাম বিমান বন্দরে নিরাপত্তা কর্মী আটক


সকালের-সময় রিপোর্ট  ৯ অক্টোবর, ২০২১ ১২:৫৭ : অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৮০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। বিমানবন্দর কাস্টমস ও এন এস আই যৌথ অভিযান চালিয়ে শনিবার সকালে এই স্বর্ণের বার উদ্ধার করে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এই স্বর্ণের চালানটি আসে।

সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী বেলাল এই চালানটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দর কাস্টমস এবং এন এস আই যৌথ অভিযান চালিয়ে বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ আটক করে। আটক করা স্বর্ণের ওজন প্রায় ১০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী বেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ