সীতাকুণ্ডে লরির ধাক্কায় ৫ পথচারী গুরুতর আহত,হাসপাতালে ভর্তি


সকালের সময় : ১ ডিসেম্বর, ২০২১ ১২:৪৭ : অপরাহ্ণ
সীতাকুণ্ডে, লরির ধাক্কায়,পথচারী, গুরুতর আহত,হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৫ পথচারী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে রনী নামে এক যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ছোট কমলদার হাট এলাকায় সড়কের পাশ দিয়ে হাটা চলার সময় লরির ধাক্কায় তারা আহত হন।

আহতরা হলেন, পঞ্চাশোর্ধ বয়সী আব্দুল মাবুদ গনি, ৩০ বছর বয়সী যুবক রমাহাম্মদ রনী, মোহাম্মদ হাছান (২৭), মো. ইসমাঈল (২৭) ও মো. সুজন (২৫)।

দুর্ঘটনায় আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে জানালেন চট্টগ্রাম জেলা পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার।

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে সীতাকুণ্ড উপজেলার ছোট কমলদার হাটে মালামাল বোঝাইকারী একটি লরির ধাক্কায় তারা আহত হয়েছে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করে নেন। আহত পথচারীদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ