রাইফা হত্যা–ম্যাক্স হাসপাতালের ৪ চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট


নিউজ ডেস্ক  ২৫ মার্চ, ২০২৪ ১১:১০ : অপরাহ্ণ

চট্টগ্রামের সাংবাদিক মোহাম্মদ রুবেল খানের আড়াই বছরের শিশুকন্যা রাফিদা খান রাইফা হত্যা মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নগর পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত চার চিকিৎসক হলেন–বেসরকারি ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অপরাধে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়েছে। এ শাখা থেকে এটি আদালতে দাখিল করা হবে।

সাংবাদিক রুবেল খান বলেন, তদন্তে প্রায় ছয় বছর পার হয়েছে। তবুও চার্জশিট দিয়েছে। আশা করছি, আমার কলিজার টুকরোকে ভুল চিকিৎসায় হত্যার বিচার পাবো। তদন্তে চিকিৎসা অবহেলা ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে বলে জেনেছি। এখন যেন দ্রুত বিচার শেষ করে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হয়।

২০১৮ সালে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল খানের আড়াই বছরের কন্যা রাইফা মারা যায়। মৃত্যুর পর ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ আনে পরিবার। বিচার চেয়ে দীর্ঘদিন আন্দোলন করেন চট্টগ্রামের সাংবাদিকরা। রুবেল খান বাদী ২০১৮ সালের ২০ জুলাই নগরীর চকবাজার থানায় মামলা করেন। রুবেল দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

এসএস/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ