বায়েজিদে জুতার কারখানায় আগুন—নিয়ন্ত্রণে ১২ ইউনিট


নিউজ ডেস্ক  ২৯ মার্চ, ২০২৪ ৬:৫৯ : অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং এ ঘটনায় হতাহতের কোনো খবরও পায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুনের সংবাদ পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এসএস/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ