চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা


সকালের-সময় রিপোর্ট  ১৮ জুন, ২০২১ ২:৪০ : অপরাহ্ণ

চট্টগ্রামে পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি করা ৯১ হাজার ২০০ ডোজ নভেল করোনাভাইরাসের টিকা। জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ শুক্রবার সকালে টিকাগুলো গ্রহণ করেন। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়।

সিভিল সার্জন জানান, আগামীকাল শনিবার বৈঠক করে এসব টিকা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এবার আগের মতো একাধিক টিকাকেন্দ্র থাকবে না। প্রতিটি জেলায় কেবল একটি টিকাকেন্দ্র থেকে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন আরও বলেন, সিনোফার্মের এসব টিকা দেওয়ার ক্ষেত্রে আগে যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা অগ্রাধিকার পাবেন। এর বাইরে ফ্রন্টলাইনার, মেডিকেল শিক্ষার্থী, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও চীনা নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ