ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা যত সুন্দর, শেষটা ততটাই বাজে


সকালের-সময় স্পোর্টস ডেস্ক ১ মে, ২০২১ ৬:১৫ : অপরাহ্ণ

বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হলো ভালোমতো। যে উইকেট রান প্রসবা, সেখানেই কি না ফলোঅনে পড়ে গেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৫১ রানে অল আউট হয়েছে মুমিনুল শিবির। ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার ছিল ২৯৩ রান। সেই কাজটি করতে পারেনি মুমিনুলরা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ডিক্লিয়ার দেয় সাত উইকেটে ৪৯৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে এক দিনও টিকলো না বাংলাদেশ। ওভার খেলতে পারলো মাত্র ৮৩। ২৪২ রানে পিছিয়ে বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা যত সুন্দর, শেষটা ততটাই বাজে। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়েছেন মূলত চারজন। বাকিরা ছিলেন যাওয়ার আসার মিছিলে। অভিষেকে লঙ্কান স্পিনার জয়াবিক্রমা ৬ উইকেট নিয়ে গড়েন দেশের হয়ে রেকর্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন ওপেনার তামিম ইকবাল। ৪৯ রান আসে মুমিনুলের ব্যাটে। মুশফিকুর ৪০ ও মেহেদী হাসান মিরাজ করেন ১৬ রান। লিটন-শান্তসহ বাকিরা ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। তাসকিন, শরিফুল আপ্রাণ চেষ্টা করেছেন ক্রিজে থাকতে, পারেননি। তাসকিন ১১ ও শরিফুল ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।

বাংলাদেশ ফলোঅনে পড়লেও পুনরায় ব্যাটিংয়ে পাঠায়নি লঙ্কানরা। বরং দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ