নিয়ন্ত্রণহীন ভারত, একদিনে করোনায় ৪ হাজার জনের মৃত্যু


সকালের-সময় রিপোর্ট  ১১ মে, ২০২১ ১২:৪৮ : অপরাহ্ণ

ভারতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়া করোনা ভাইরাস একই দিনে আরো ৩ হাজার ৮৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই ভাইরাসের ছোবলে এরই মধ্যে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে আড়াই লাখ। এছাড়া একদিনে দেশটিতে ৩ লাখ ৩০ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় অশোক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের শেষ নাগাদ প্রতিদিন সংক্রমণ ৮ লাখ ছাড়িয়ে যেতে পারে। আর বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘দ্য ল্যানসেট’ জানিয়েছে, আগস্টের মধ্যে দেশটিতে মৃত্যু ছাড়াতে পারে ১০ লাখ।

করোনার বিস্তার রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি লকডাউনের পরামর্শ দিয়েছেন গবেষকরা। একইসঙ্গে সব বয়সী ভারতীয়কে টিকাদান কর্মসূচির আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তারা।

মহারাষ্ট্রে মার্চের পর প্রথমবার দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে শনাক্ত হল। অন্যদিকে দিল্লিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ ও মৃত্যুর হার। এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা মোট ২ কোটি ৩০ লাখের মতো।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ