আল-আকসা মসজিদে ফের ইসরাইলি হামলা: আহত অর্ধশত ফিলিস্তিনি


আন্তর্জাতিক ডেস্ক  ২২ এপ্রিল, ২০২২ ৪:৫০ : অপরাহ্ণ

জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের সঙ্গে আবারও ইসরাইলি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত ফিলিস্তিনি।

শুক্রবার (২২ এপ্রিল) এ ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় অর্ধশত ফিলিস্তিনি আহত হন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ১৪ ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। খবর রয়টার্সের।

আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধ করতে আরব লিগের আহ্বানের পর দিনই এ ঘটনা ঘটল। বৃহস্পতিবার জোটটি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানায়।

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে জোটটি।

সকালের-সময়/জিকে

Print Friendly, PDF & Email

আরো সংবাদ