র‍্যাবের অভিযানে হেফাজতের চার নেতা গ্রেপ্তার


সকালের-সময় রিপোর্ট  ১২ এপ্রিল, ২০২১ ১:৪৯ : অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টি মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ হেফাজতে ইসলামের চার নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর জুরাইন থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১।

সোমবার সকালে র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন হেফাজতের সোনারগাঁ থানা শাখা কমিটির সহসভাপতি মাওলানা ইকবাল, সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান শিবলী ও কার্যকরী সদস্য মোয়াজ্জেম।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে সোমবার সোনারগাঁ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজই তাদের আদালতে উপস্থাপন করা হবে। র‍্যাবের ভাষ্য, ঘটনার সময় ইকবাল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হেফাজত কর্মীদের জড়ো করেছিলেন।

সম্প্রতি মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নারী নিয়ে অবরুদ্ধ হওয়ার পর সঙ্গীনিকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। তবে তার নাম জান্নাত আরা ঝর্ণা হলেও মামুনুল তাকে নিজের চার সন্তানের জননী স্ত্রী আমিনা তাইয়্যেবা নামে পরিচিতি দেন।

মামুনুল অবরুদ্ধ হওয়ার পর হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে। এসময় তারা সেখানে ব্যাপক ভাঙচুরও চালায়।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ