ফের ৭ দিনের রিমান্ডে হেফাজত নেতা মামুনুল হক


সকালের-সময় রিপোর্ট  ২৬ এপ্রিল, ২০২১ ৩:১৪ : অপরাহ্ণ

নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আবারো সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ আদেশ দেন।

পুলিশ মামুনুল হককে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামুনুল হককে পল্টন থানার মামলায় চার দিন এবং মতিঝিল থানার মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

পল্টন থানার নাশকতার মামলাটি করা হয় গত ৫ এপ্রিল। আর, মতিঝিল থানার নাশকতার মামলাটি ২০১৩ সালের মে মাসের। মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশ মামলাটি করে।

এর আগে গত ১৯ এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুর থানার মামলায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। পরে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ