চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া


সকালের সময় : ১৯ জানুয়ারি, ২০২২ ১০:৪৩ : পূর্বাহ্ণ
চবিতে, ছাত্রলীগের,ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতেই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও সিএফসির নেতাকর্মীরা।

দিবাগত রাত পৌণে একটার সময় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে দুজন কর্মী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সামদানি রহমান জিকু ও একই শিক্ষাবর্ষের ফয়সাল মাহমুদ।

তবে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছে জানিয়ে সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি বললেন বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস। বলেন, পূর্ণাঙ্গ কমিটিকে বানচাল করতেই একটি পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে।

ছাত্রদের দুই গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বললেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ