বোয়ালখালীতে ৩৭০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা


সকালের সময় : ৩০ নভেম্বর, ২০২১ ৬:২৫ : অপরাহ্ণ
বোয়ালখালীতে,কৃষক,কৃষি প্রণোদনা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৭০ জন কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ প্রণোদনার এ বীজ ও সার তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

২০২১-২০২২ মৌসুমে কৃষি প্রণোদনা হিসেবে ভূট্টা, সরিষা, চিনা বাদাম, সূর্যমূখী, খেসারী ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সার ও বীজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ