সিনহা হত্যা মামলার অন্যতম আসামী কনস্টেবল রুবেল শর্মা গ্রেপ্তার


সকালের-সময় রিপোর্ট  ১৪ সেপ্টেম্বর, ২০২০ ৩:৩৮ : অপরাহ্ণ

আলোচিত মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রুবেল শর্মা নামের আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তার রুবেল টেকনাফ থানার পুলিশ কনস্টেবল। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার দুপুর ১২টার দিক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান জানিয়েছেন, আলোচিত মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা হত্যা মামলায় আগে গ্রেপ্তার অন্য আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে।

এ কারণে গতকাল রোববার রাতে র‍্যাবের একটি দল রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে নিয়ে আসে। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়। আজ সোমবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো তাঁর রিমান্ডে চাওয়া হয়নি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে তাঁকে রিমান্ডে নেওয়া যেতে পারে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর গত ৫ আগস্ট এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

মামলাটির তদন্তভার র‌্যাবকে দেওয়া হয়। এরপর গত ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের সাত সদস্য। গত এক মাসে র‌্যাব এপিবিএনের তিন সদস্য, পুলিশের মামলার তিন সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। এ পর্যন্ত ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ