বিষয় :

২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস


সকালের-সময়  ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১:০৬ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় আগামী ২ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে আরও দুই সপ্তাহ পর। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পোষাতে প্রাথমিকের (১ম-৫ম) ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আগের নিয়মে আবারও সশরীরে ক্লাস চালু থাকবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক থাকবে। বিষয়টি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে বলেও জানানো হয়।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ