বিষয় :

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না—ইঙ্গিত দীপু মনির


সকালের-সময়  ১২ ফেব্রুয়ারি, ২০২২ ৪:১৭ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার দুপুরে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন—আমরা দেখতে পাচ্ছি, করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এর হার আরও কমবে৷ শিক্ষার্থীদের শিক্ষা জীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণি কক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না।

তিনি বলেন—করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে আগামীকাল আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি আরও দুইদিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব। আমরা কারিগরি পরামর্শক কমিটির সাথে পরামর্শ করে এর আগেও বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নিব।

এর আগে শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতার সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানান, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে, আশা করা যাচ্ছে খুব শিগগিরই খুলে দেয়া হবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ