আসুন আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি: বিজিএমইএ নেতা নাছির


৩১ অক্টোবর, ২০১৮ ১০:৪৬ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় চট্টগ্রাম ১২ সংসদীয় আসন পটিয়াতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বিজিএমইএ’র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গণসংযোগ কালে মোহাম্মদ নাছির বলেছেন, বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। পুনরায় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক সেটা এখন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত চায়, এক্ষেত্রে বাংলাদেশের জনগণকে সেটা উপলব্ধি করা প্রয়োজন।

দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধশালী ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনগণের ভোটে আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসেছিল। আমরা এখন দারিদ্রতার অভিশাপমুক্ত হয়ে মধ্য আয়ের দেশে পদার্পণ করেছি। আগামীতে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। নৌকা না জিতলে উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হবে, নৌকায় ভোট দিলে দেশ হবে উন্নয়নে অগ্রগতি, সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।

নানামুখী ষড়যন্ত্র হচ্ছে দেশের বৃহত্তর স্বার্থে আপনারা শেখ হাসিনার পাশে থাকুন। আসুন আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ি, মুক্তিযুদ্ধের অর্জনগুলো সমুন্নত রাখি, দেশকে জঙ্গিবাদ সন্ত্রাসের কবল থেকে মুক্ত রাখি, শেখ হাসিনার হাতে দেশ উন্নয়ন অগ্রগতি শান্তি সমৃদ্ধির পথে বাংলাদেশ। তিনি গতকাল পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করতে গিয়ে পথ সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, মোহাম্মদ সেলিম নবী, নাছির উদ্দীন, মোহাম্মদ মাঈনুদ্দীন চৌধুরী, আশীষ তালুকদার, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা ইদ্রিস মাস্টার, নূর মোহাম্মদ সওদাগর, এম সাঈদ, সাইফুল করিম, আবদুল করিম, মহিউদ্দিন মহি, মঈন উদ্দীন মনির, নাজিম উদ্দিন, ডা: নুরুল ইসলাম, নাজিম উদ্দিন তালুকদার, আমিনুল ইসলাম লিটন, অনুজ বড়–য়া, জামাল উদ্দিন, মিজানুর রহমান, ইমতিয়াজ সোহেল, জয়নাল আবেদীন ফরহাদ, আবুল মনসুর, মোহাম্মদ এনাম, জামাল উদ্দীন, মহিউদ্দিন খোকন, শাহেদুল ইসলাম, আজিজুল্লাহ আজিজ, নাজমুল হক বেলাল, তসলিম উদ্দিন, এস এম পারভেজ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সেলিম, আবদুল হাই, মোহাম্মদ এনাম, মোবাশ্বের আলম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মিজান, জানে আলম, এরশাদুল আলম, আবুল কালাম, রাশেদ বিন কাদের, রফিক উদ্দিন, তড়িৎ চৌধুরী, জালাল উদ্দিন, আনিসুর রহমান, এস এম আনসার উল্লাহ, সাজ্জাদ হোসেন, ওয়াসিব সাকিব প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ