Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

বিষয় :

মুক্তিযুদ্ধের গল্পে সজল-তিশা


১৩ ডিসেম্বর, ২০১৭ ৯:০২ : পূর্বাহ্ণ

সকালেরসময়, বিনোদন ডেস্ক :: দেশীয় বিনোদনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সজল ও তিশা। নানা চরিত্রে কাজ করে দর্শক মনে আসন গড়েছেন অনেক আগেই। কাজ নিয়ে চরম ব্যস্ত সময় পার করেন দুজনেই। জুটি বেঁধেও এর আগে কাজ করেছেন। এবার কাজ করলেন মুক্তিযুদ্ধের বিশেষ নাটকে।

নাটকের গল্পে দেখা যায়, ৭১ সালে যুদ্ধ শুরু হলে এক হিন্দু স্কুল শিক্ষক মেয়ে তিশাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন। নানা টানাপোড়েনে স্কুল শিক্ষক মেয়ের সম্ভ্রম বাঁচাতে মুসলমান ছেলে সজলের সাথে বিয়ে দেন, দেশের টানে সজল যুদ্ধে যোগ দেয়।

গর্ভবতী তিশার ওপর পাক হানাদার বাহিনী নির্যাতন চালায়, নিজের সম্ভ্রম বাঁচাতে পারে না তিশা। এরকম এক গল্প নিয়ে নাটক ‘যেদিন সিঁথির গল্পে সিঁদুর ছিলো না’। নাটকটি রচনা করছেন ইউসুফ আলী খোকন ও পরিচালনা করেছেন আশিকুর রহমান।

সজল তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন কে এস ফিরোজ, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা, নমিতা, শিমেলসহ আরো অনেকে। শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ