বিষয় :

এবারও মসজিদে নববী-মসজিদে হারামে ইফতার-ইতিকাফ বন্ধ


সকালের-সময় নিউজ ডেস্ক ৩০ মার্চ, ২০২১ ৮:০৭ : অপরাহ্ণ

সৌদি আরবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত রমজানে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সম্মিলিত ইফতার ও ইতিকাফ বন্ধ করা হয়েছিল।

মহামারি শুরু হওয়ার পর এবার বিশ্ব পেতে যাচ্ছে দ্বিতীয় রমজান। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও সম্মিলিত ইফতার ও ইতিকাফ বন্ধই থাকছে।

গতকাল সোমবার সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, এই দুই মসজিদ পরিচালনা কমিটির প্রধান শায়খ আব্দুর রহমান আল-সুদাইস রোববার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি এ রমজান উপলক্ষে পরিচালনা কমিটির বার্ষিক বৈঠকে এ কথা ঘোষণা করেন।

শায়খ আল-সুদাইস বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে সতর্কতা অবলম্বন করে করোনার বিস্তার রোধ করা। যারা উমরাহ ও ইবাদতের জন্য আসবেন তাদের টিকা নিতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে চলাচল করতে হবে।

শায়খ আল-সুদাইস আরও বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে মুসলমানদের বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত। যারা উমরাহ করবেন মাতাফে, শুধু তারাই প্রবেশ করতে পারবেন। যারা নামাজ পড়বেন, তারা পূর্ব দিকের অংশে নামাজ পড়বেন। এর আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করে, রমজানে মসজিদে নববীতে তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ