বিষয় :

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের জালে পুলিশ কনস্টবল-ফেন্সিডিল উদ্ধার


সকালের সময়: ১১ জানুয়ারি, ২০২২ ৮:৩৩ : অপরাহ্ণ
পুলিশ কনস্টবল,ফেন্সিডিল

অপরাধ ডেস্ক : পুলিশ সদস্য হিসেবে কর্মরত অবস্থায় পাচারের উদ্দ্যেশে নিজের মোটরসাইকেলে করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার পথে ধরা পড়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের জালে।

বিশেষ টিমের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ ধরা পড়েছে হুমায়ুন কবির নামে এ পুলিশ সদস্য। তিনি হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে এসব ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার। তিনি জানান, পুলিশ ও সাংবাদিক স্টিকার লাগানো গাড়িতে পরিবহন করে রংপুরসহ সারাদেশে মাদক পাচার হচ্ছে।

গোপনে এমন সংবাদ পেয়ে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের বিশষ টিম।

এ সময় রংপুরগামি একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ