বিষয় :

মিয়ানমারের সঙ্গে আমরা যুদ্ধ চায় না–স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক  ১৭ সেপ্টেম্বর, ২০২২ ২:৪৮ : অপরাহ্ণ

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (১৭ সেপ্টেম্বর) আহ্ছানিয়া মিশন শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো যুদ্ধ চান না, চান শান্তিপূর্ণ সমাধান। আমরা চাই মিয়ানমার তাদের ব্যক্তিগত কোন্দল, তাদের নিজেদের মধ্যে রাখুক।

তিনি বলেন, এ বিষয় আমরা সবসময় প্রতিবাদ করে আসছি। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনায় সীমান্তের ৯ (জিরো নাইন) নামক স্থানে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, তারা তাদের ভুল বুঝতে পারবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে রোহিঙ্গারা না আসতে পারে তার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট কাজ করছে। এমনকি দুই-একজন এলেও তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাই না আমরা। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেওয়া হবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ