বিষয় :

প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার


২২ ডিসেম্বর, ২০১৮ ২:৫৯ : অপরাহ্ণ

সকালেরসময় সিলেট প্রতিনিধি:: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনি জনসভা উপলক্ষে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের ৮দিন আগে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিমানবন্দরে শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে নামার পর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করার উদ্দেশে রওয়ানা হন। সেখান থেকে প্রধানমন্ত্রী গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন।

এরপর শনিবার (২২ ডিসেম্বর) বেলা ২টায় মাদ্রাসা মাঠের মঞ্চে নির্বাচনি প্রচারণায় ভাষণ দেবেন তিনি।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী জনসভাস্থল ঘিরে ফেলা হয়েছে বাশের বেড়ায়। সেনাবাহিনী, এসএসএফ, পুলিশ ও ডগ স্কোয়াড দিয়ে চেকিংয়ের পর মাঠ পুরোপুরি খালি করে দেওয়া হয়। বেলা ১২টার আগে মাঠে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ১২টার পর থেকে সভাস্থলে প্রবেশ করতে পারবেন নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ। এছাড়াও প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ মাজার এলাকায় সিসি ক্যামেরার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়েও সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

এছাড়াও সভাস্থলে প্রবেশের জন্য সিলেট নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগে থেকেই অবস্থান করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিলেটের ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে দলের নেতাকর্মীরা সকাল থেকেই সিলেটে অবস্থান করছেন। পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নগরের ক্বীন ব্রিজ ও শাহজালাল ব্রিজ দিয়ে শহরে কোনও যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বন্দর-জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানার সড়কে।

প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদসহ রয়েছেন দলের কয়েকজন শীর্ষ নেতা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সকালেরসময়কে বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে কয়েক স্থরের নিরাপত্তা বেস্টনি গড়ে তোলা হয়েছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ