বিষয় :

কৃষিপণ্য রপ্তানিতে আয় ১৯.৮৪ শতাংশ


২০ জানুয়ারি, ২০১৮ ৬:৪৬ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৬ মাসে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩১ কোটি ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ৫৭৫ কোটি টাকা; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১৩.০৪ শতাংশ বেশি। একইসঙ্গে ২০১৬-১৭ অর্থবছরে একই সময়ের তুলনায়ও এই খাতের রপ্তানি আয় ১৯.৮৪ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জানুয়ারি মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৫৫ কোটি ৩১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে এ খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

অর্থবছরের প্রথম ৬ মাসে অন্যান্য কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ১২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার। যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৪.৬৯ শতাংশ কম। একই সঙ্গে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে এ খাতের আয় ০.০৬ শতাংশ কমেছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ