বাঁশখালীতে তাবিজে কাজ না হওয়ায় নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা


সকালের-সময় রিপোর্ট  ১২ জুলাই, ২০২১ ২:৪৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে ডাব খাওয়ার কথা বলে ঘরে ঢুকে ফাতেমা বেগম (৪৬) নামের এক বৈদ্যকে ‘কুপিয়ে হত্যা’ করেছেন এহসান (২৮) নামের এক যুবক। এসময় তাকে বাঁচাতে গিয়ে আরও ৩ জন আহত হয়েছেন।

নিহত ফাতেমা বেগম উপজেলার শীলকুপ গ্রামের মোস্তাক আহমেদ সিকদারের স্ত্রী। আহতরা হলেন- রাবেয়া বেগম (৪০), জান্নাতুল ফেরদৌস (২২) ও বৃষ্টি (৯)।

সোমবার (১২ জুলাই) সকাল ৮টায় উপজেলার শীলকুপ গ্রামের দাস পাড়ায় এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর বলেন, নিহত ওই নারী বৈদ্য ছিলেন।

এক বছর আগে এহসান নামে এক যুবক তার কাছ থেকে তাবিজ নিয়ে গিয়েছিল। তাবিজে কোনো কাজ না হওয়ায় আজ সকালে তার ঘরে ঢুকে ওই নারীকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এহসানকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, সকালে আহত অবস্থায় বাঁশখালী থেকে ফাতেমা বেগম নামে এক নারীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় আহতাবস্থায় রাবেয়া বেগম, জান্নাতুল ফেরদৌস ও বৃষ্টি নামে ৯ বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদেরকে ২৬ নম্বর অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ