উন্নয়ন অগ্রযাত্রায় নারীরা সমান অংশীদার–হেলাল আকবর


নিউজ ডেস্ক  ২০ অক্টোবর, ২০২৩ ৬:৫৪ : অপরাহ্ণ

নারী উদ্যোক্তা রেহেনা লিলির উদ্যেগে নারীদের সকল প্রকার পন্য নিয়ে নগরীর ভি আই পি টাওয়ারের দ্বিতীয় তলায় সপ নাম্বার ২৬৪, “লেডিস কোড” উদ্ভোদন করেন তরুণ আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন “পুরুষের পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা সমান অংশীদার নারী। দেশের অর্ধেক জনশক্তি দিয়ে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়- এ বাস্তব সত্য আমাদের প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন বলেই নারীরা আজ পারিবারিক, সামাজিক এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত হতে পেরেছেন।

নারীরা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নারী। দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের যতগুলো খাত রয়েছে, তার প্রায় সব ক’টিতেই বিশেষ করে কৃষি এবং পোশাকশিল্প খাতে নারীর অবদান সবচেয়ে বেশি। দেশের রপ্তানি শিল্পে ৯০ ভাগই নারী শ্রমে অর্জিত”।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সোনিয়া আজাদ, ইসরাত জাহান,কানিজ ফাতেমা,জান্নাত বৃষ্টি,জেসমিন আকতার,নারী উদ্যোক্তা আরিফা সুলতানা,জোহরা দিলসাত আরা, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা মো:দেলোয়ার,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমন,কোতোয়ালী থানা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু, সুলভ বড়ুয়া প্রমুখ।

এসএস/ফোরকান

Print Friendly, PDF & Email

আরো সংবাদ