নারী এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  ২০ জুন, ২০২৩ ৫:২৫ : অপরাহ্ণ

নারী এশিয়া কাপে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২১ জুন) ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে লতারা। বৃষ্টির কারণে সোমবার (১৯ জুন) ম্যাচ শুরু হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল।

মঙ্গলবার (২০ জুন) রিজার্ভ ডেতে খেলা হয়েছে ৯ ওভারে। হংকংয়ের মংকক মিশন রোড গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানে করে তারা।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার সর্বোচ্চ ১৬ বলে ২১ রান করেছেন এবং ১০ রানে অপরাজিত থাকেন রাবেয়া খান। পাকিস্তানের বোলারদের মধ্যে ফাতিমা সানা ৩টি উইকেট নিয়েছেন। ৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেটে ৫৩ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৩ রান। কিন্তু সানজিদা আক্তার মেঘলার ওভার থেকে তারা নিতে পেরেছে মাত্র ৬ রান। লেগ স্পিনার রাবেয়া বাংলাদেশের হয়ে শিকার করেছে ২ উইকেট।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ