চট্টগ্রাম টেস্ট সিরিজ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


সকালের-সময় রিপোর্ট  ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৪ : পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এক পেসার ও চার স্পিনার নিয়ে মাঠে নামছেন টাইগাররা। প্রথম টেস্টে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা থাকলেও রয়েছেন বেস্ট ইলেভেনে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চাপ নয়, মাঠে নিজেদের স্বাভাবিক খেলা খেলেই জয় তুলে নিতে চান টাইগাররা। আর ওয়ানডে সিরিজ ভুলে সাদা পোশাকে ফাইট ব্যাকের টার্গেট ক্যারিবিয়দের।

ওয়ানডের মতো টেস্ট সিরিজের আগেও বেশ ফুরফুরে টিম টাইগার্স। মাঠের লড়াইয়ে ততটা নির্ভার থাকার সুযোগ আছে কি? টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো যে কোন পয়েন্টই যোগ করতে পারেনি বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে উইন্ডিজদের থেকে বেশ এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। তবে পরিসংখ্যান বলছে সাদা পোশাকে ক্যারিবিয়দের দাপট। হেড টু হেডে ১৬ ম্যাচে ১০টাতেই জয় সফরকারীদের। টাইগাররা জিতেছে চারটায়।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মসেলি, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভান, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও কাইল মেয়ার্স।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ