আফগানদের হারিয়ে টেস্ট ইতিহাসে টাইগারদের সর্বোচ্চ জয়


স্পোর্টস ডেস্ক  ১৭ জুন, ২০২৩ ১:০২ : অপরাহ্ণ

আফগানিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বাংলাদেশ। আফগানদের ৫৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের বিচারে বাংলাদেশ পেল সবচেয়ে বড় জয়।

বাংলাদেশের টেস্ট ইতিহাসেরও সর্বোচ্চ রানের জয়। প্রথমবারের মতো বাংলাদেশ রেকর্ডসংখ্যক ৬৬২ রানের টার্গেট ছুড়ে দিয়ে আফগানিস্তানের ইনিংস শেষ করে দিল ১১৫ রানে। বাংলাদেশের বিশ্বরেকর্ড করা ৫৪৬ রানের জয়! ৮৯ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

শনিবার (১৭ জুন) মিরপুরে ৬৬২ রানের বিশাল টার্গেট দিয়ে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। সফরকারী দল তৃতীয় দিনের খেলা শেষ করার আগে ২ উইকেট তুলে নেয় লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল। চতুর্থ দিনের শুরুতেই বল করতে আসেন এবাদত। প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র এক রান খরচ করেন বাংলাদেশ পেসার। শরিফুল ইসলাম নিজের ওভারে দেন ২ রান। পরের ওভারেই নাসির জামালের উইকেট তুলে নেন এবাদত।

এরপর আফগানদের আর সোজা হয়ে দাঁড়াতে দেয়নি টাইগারদের পেস বিভাগ। নাসির জামাল মাঠ ছাড়ার সময় দ্বিতীয় ইনিংসে সফরকারীদের দলীয় রান ছিল ৪৮। ৬৫ রানের মাথায় শরিফুল নেন আফসার জাজাইয়ের উইকেট। ৭৮ রানে এ পেসার শিকার করেন বাহির শাহকেও। বাহির ৭ ও আফসার জাজাই করেন ৬ রান। শেষ দিকে জহির খান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে জয় নিশ্চিত হয় টাইগারদের।

উইকেটের মিছিলেও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন ওয়ানডাউনে নামা রহমত শাহ। দলীয় ৯১ রানে তাকে তুলে নেন তাসকিন আহমেদ। ৭৩ বলে ৩০ রান করেন আফগান ব্যাটার। নিজের পরের ওভারে তাসকিন পান করিম জানাতের উইকেটও। জানাত ১৮ বলে করেন ১৮ রান।

খুব বেশি রান তুলতে না পারলেও আমির হামজা ও ইয়ামিন আহমাদজাই মিলে উইকেটে খানিকটা সময় কাটিয়ে দেন। আমিরকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২১ বলে ৫ রান করেন আফগান স্পিনার। তাসকিন নেন ইয়ামিনের উইকেট।

এসএস

 

Print Friendly, PDF & Email

আরো সংবাদ