ক্যাম্পাসে অপরাজনীতি বন্ধ করতে হবে: ভিপি নুর


সকালের-সময় রিপোর্ট ১০ অক্টোবর, ২০১৯ ৩:২৫ : অপরাহ্ণ

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আবরার হত্যার বিচারের দাবিতে সংহতি সমাবেশ ও গণপদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গণপদযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূর। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

পদযাত্রা শুরুর আগে ভিপি নূর বলেন, আবরার হত্যার বিচারের দাবিতে রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। নূর বলেন, ছাত্র রাজনীতি বন্ধ নয়, ক্যাম্পাসে অপরাজনীতি বন্ধ করতে হবে। ক্যাম্পাসে সরকারি দলের ছাত্রসংগঠের সন্ত্রাস ও গুন্ডামি বন্ধ করতে হবে বলেও জানান তিনি।

নূর ছাত্রলীগের শোক র‍্যালী নিয়ে অভিযোগ করে বলেন, এটা ছাত্রলীগের শোক র‍্যালি নয় বরং তারা শোডাউন করেছে। এসময় ভিপি নূর ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল করতে হবে বলেও মন্তব্য করেন। এরপরই ভিপি নুরের নেতৃত্বে গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ