দখলদার ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়াল ১২ হাজার


আন্তর্জাতিক ডেস্ক ১৮ নভেম্বর, ২০২৩ ১১:২৯ : পূর্বাহ্ণ

ফিলিস্তিন গাজায়ের একের বেশি সময় ধরে ইসরায়েলের ইলেমা ধাক্কায় চালায় ফিলিস্তি সংখ্যালেশুকে ১২ বার কথা বলেছে।

ইসমাইল বলেন, গাজার ব্যবস্থা পতনের কারণে কয়েকদিন ধরে সংখ্যা আপডেট করা হয়নি। তিনি জানান, ৮ চতুষ্পুপ পানি এখনো এক তিন শিশু ৭৫০ জন নিখোঁজ সদস্য। বর্ণাঢ্য, নার্স ও প্যারামেডিক ক্ষমতা ২০০ জন পাওয়া। সেই সঙ্গে সিভিল ডিফেন্স ২২ সদস্যকে নিয়ন্ত্রণ করা হয়েছে।

ইসমাইল থাওয়াবতা জানান, ইসরায়েল ব্যাখ্যা ৫১ সাংবাদিক ও মিডিয়া উপস্থিত। সপ্তাহে ৩০ বছর বেশি, ৭৫ শতাংশ নারী ও শিশু। প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয় ২৫০ তাকে সেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে জানান, ৫৫টি অ্যাম্বুলেন্স চার্তুদিক। ৯৫ হাজার বেশি স্থাপনা বিস্তৃত হয়েছে।

ইসমাইলথাওয়াবতা আরও জানান, ইসরায়েলি যোগে ৫৭টি মসজিদ সম্পূর্ণ গুঁই করে এবং ১৬৫টি মসজিদ আংশিক আদর্শ করা হয়েছে। চার্চ চতুর্দিকে হয়েছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ