ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে ৬৩ দেশের ৭ হাজার ভাড়াটে সেনা: রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক  ১৮ এপ্রিল, ২০২২ ৪:৫৭ : অপরাহ্ণ
Armed men, wearing black and orange ribbons of St. George - a symbol widely associated with pro-Russian protests in Ukraine, drive an armoured personnel carrier in Slaviansk April 18, 2014. The self-declared leader of pro-Russian separatists in eastern Ukraine, Denis Pushilin, on Friday said that he did not consider his men to be bound by an agreement between Russia and Ukraine to disarm and vacate occupied buildings. REUTERS/Gleb Garanich (UKRAINE - Tags: POLITICS CIVIL UNREST MILITARY)

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ভলোদিমির জেলেনস্কির সরকারের পক্ষে লড়াই করতে ৬৩টি দেশ থেকে আনুমানিক ৬ হাজার ৮২৪ জন বিদেশি ভাড়াটে সেনা ইউক্রেনে এসেছে। এর মধ্যে ১ হাজার ৩৫ জন নিহত হয়েছেন; বাকি কয়েক হাজার এখনও রয়ে গেছেন। সোমবার রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ৪০০ বিদেশি যোদ্ধা মারিউপোলে লুকিয়ে আছেন, যেখানে নব্য-নাৎসি যোদ্ধাসহ জাতীয়তাবাদী বাহিনী আত্মসমর্পণ করতে অস্বীকার করছে। বিদেশি যোদ্ধাদের সর্বাধিক সংখ্যক দল (১ হাজার ৭১৭) পোল্যান্ড থেকে এসেছে, যেখানে প্রায় ১ হাজার ৫০০ যুক্তরাষ্ট্র, কানাডা এবং রোমানিয়া থেকে এসেছে।

যুক্তরাজ্য ও জর্জিয়া থেকে ৩০০ জনেরও বেশি লোক এসেছে, আর ১৯৩ জন সিরিয়ার তুর্কি-নিয়ন্ত্রিত এলাকা থেকে এসেছে। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ পরিসংখ্যান ঘোষণা করেন।

জেনারেলের মতে, রুশ বাহিনীর হাতে ১ হাজার ৩৫ বিদেশি ভাড়াটে নিহত হয়েছেন এবং ৯১২ জন ইউক্রেন থেকে পালিয়ে গেছে। এ বিদেশি সেনাদের মধ্যে এখনও ৪ হাজার ৮৭৭ জন কিয়েভ, খারকভ, ওডেসা, নিকোলাভ এবং মারিউপোল শহরে সক্রিয় রয়েছেন।

কোনাশেনকভ বলেন, এ বিদেশি যোদ্ধাদের মধ্যে প্রায় ৪০০ জন অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে ইউক্রেনের জাতীয়তাবাদী ব্যাটালিয়নের সাথে সংযুক্ত রয়েছেন। বেশিরভাগ শহর রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় এ বাহিনীগুলো ১১ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত সোভিয়েত-নির্মিত কারখানা কমপ্লেক্স, বিস্তৃত আজোভস্টাল প্ল্যান্টে অবস্থান করছেন।

কোনাশেনকভ বলেন, ‘তাদের বেশিরভাগই ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি কানাডার নাগরিক।

সকালের-সময়/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ