রমজানে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন


সকালের-সময়  ৩০ মার্চ, ২০২২ ৭:৩০ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক: রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। আর ব্যাংকারদের অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত। বুধবার (৩০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়–দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে। সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। আর ব্যাংকারদের কর্মঘণ্টা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ