বিষয় :

টাইফুনের আঘাতে লন্ডভন্ড ফিলিপাইনে নিহত বেড়ে ৩৭৫


সকালের সময় : ২১ ডিসেম্বর, ২০২১ ১১:২৮ : পূর্বাহ্ণ
টাইফুনের আঘাতে, লন্ডভন্ড, ফিলিপাইনে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে আঘাত হেনেছিল। টাউফুন এর আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির ৩৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত হয়েছেন আরও প্রায় ৫ শতাধিক মানুষ। ৫৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। সোমবার বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্সের অনলাইন সংবাদামধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, টাইফুন আঘাত হানার আগেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। টাইফুনের পর বহু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বিপর্যস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। দেশটির প্রশাসন আশ্রয়হীন ও বিপর্যস্ত মানুষের কাছে সুপেয় পানীয় এবং খাবার পৌঁছে দেওয়ার কাজ আরো জোরদার করেছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত ফিলিপাইনে প্রায়ই টাইফুন আঘাত হানে।

দুর্যোগপ্রবণ এই দেশটিতে ২০১৩ সালে টাইফুন হাইয়ান তাণ্ডব চালিয়ে ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। ওই টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় আরও লাখ লাখ মানুষ।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ