বিষয় :

স্থ‌গিত হওয়া শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি


৩১ জানুয়ারি, ২০১৯ ১:০৪ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: স্থ‌গিত হওয়া ভিটা‌মিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ জানুয়ারি ছিল ভিটা‌মিন ‘এ’ ক্যা‌ম্পেইনের নির্ধারিত দিন। কিন্তু শেষ মুহূর্তে ভারতের একটি কোম্পানি থেকে আমদানিকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে।

এ ঘটনায় অধ্যাপক ডা. এনায়েতুর রহমানকে প্রধান করে গ‌ঠিত তদন্ত কমি‌টি তদন্ত শে‌ষে প্র‌তি‌বেদন দা‌খিল ক‌রে‌ছে। ত‌বে প্র‌তি‌বেদ‌নে কী আছে তা বল‌তে নারাজ তি‌নি। রাজধানীসহ সারাদেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় আড়াই কো‌টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হ‌বে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page