তেলাপোকার স্প্রের বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু– গ্রেপ্তার ২


নিউজ ডেস্ক  ৮ জুন, ২০২৩ ৫:১১ : অপরাহ্ণ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ী পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চেয়ারম্যান আশরাফ ও এমডি ফরহাদকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন নিয়তি রায় এ তথ্য জানান। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত সোমবার (৫ জুন) রাতে কোম্পানিটির আরেক কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন।

এর আগে শুক্রবার বসুন্ধরার আই-ব্লকের একটি বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এরপর রোববার পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

পরে তাদের হাসপাতালে নেওয়া হলে ৯ বছরের শাহিল মোবারত জায়ানের মৃত্যু হয়। একই দিন রাত ১০টায় মৃত্যু হয় ১৫ বছরের শায়েন মোবারত জাহিনের।

এসএস

 

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page