পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেল অপহৃত চার রোহিঙ্গা


নিউজ ডেস্ক  ৬ জুন, ২০২৩ ৬:৪১ : অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী পাহাড় থেকে অপহরণের দুইদিন পর রোহিঙ্গা সন্ত্রাসীদের কবল থেকে ফিরে এসেছেন অপহৃত চার রোহিঙ্গা। এ জন্য তাদের মুক্তিপণ দিতে হয়েছে পাঁচ লাখ টাকা।

সোমবার সন্ধ্যায় মুক্তিপণ দেওয়ার পর তাদের ক্যাম্পের পাশে ছেড়ে দেওয়া হয়।

ফেরত আসা অপহৃত চার রোহিঙ্গা হলেন, হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প-২৫ ব্লক ডি-এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

আলীখালী ক্যাম্পের এক কমিউনিটি নেতা (মাঝি) জানান, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে চার রোহিঙ্গাকে ছেড়ে দেয়। তাদের এনজিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এপিবিএন পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

এর আগে গত রোববার সন্ধ্যায় ক্যাম্পের পাশে অপহৃত জাহাঙ্গীর আলমকে হাত বিচ্ছিন্ন অবস্থায় ফেলে রেখে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। খবর পেয়ে ক্যাম্পের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অপহৃত চার রোহিঙ্গার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page