খুলশীতে ডাস্টবিনে মিলল মানুষের ‘কাটা হাত’


নিউজ ডেস্ক  ২৯ মার্চ, ২০২৩ ১:১৬ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের খুলশিতে ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডসংলগ্ন ঢেবার পাড় এলাকার ডাস্টবিন থেকে হাতটি উদ্ধার করা হয়। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

কাটা হাতটি কার এবং কীভাবে এটি ডাস্টবিনে এলো এ বিষয়ে কিছুই বলতে পারেনি খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, কাটা হাতটি সেলাই ও ব্যান্ডেজের কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। হাতটি কনুই থেকে কাটা। কনুই ও কবজিতে আঘাতের চিহ্ন আছে।

ধারণা করা হচ্ছে, শরীর থেকে বিচ্ছিন্ন হাতটি ক্লিনিক্যাল বর্জ্য হিসেবে ডাস্টবিনে ফেলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কোনো ধরনের দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়া কারও হাত হতে পারে এটি। আশপাশের হাসপাতাল থেকে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এখনও কোনো তথ্য মেলেনি। এটা কীভাবে ডাস্টবিনে এলো সেটা খতিয়ে দেখছি।

ওসি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সকালে ডাস্টবিন পরিষ্কার করতে গিয়েই হাতটি দেখে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ কাটা হাতটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

এসএস

 

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page