ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৬ হাজার ৭০০ ঘরবাড়ি পুড়ে ছাই বাড়ছে নিহতের সংখ্যা


১১ নভেম্বর, ২০১৮ ১:৩৯ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় শনিবার উদ্ধারকর্মীরা প্যারাডাইস শহরের পুড়ে যাওয়া আবাসিক এলাকা থেকে অনেকগুলো মৃতদেহ উদ্ধার করেছে। দুটি দাবানলে নিহতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ভয়াবহ এ আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে এরই মধ্যে অঙ্গরাজ্যটির দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে ভয়াবহ এ দাবানলে ৬ হাজার ৭০০ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ভস্মীভূত হয়ে যাওয়া শহরটিতে এ পর্যন্ত ২৫ জনেরও বেশি নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় এ শহরটিতে গত বৃহস্পতিবার ক্যাম্প ফায়ার থেকে লাগা আগুন দাবানলে পরিণত হয়। গত শুক্রবার থেকে দক্ষিণাঞ্চলের ৭০ হাজার একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা দিনরাত অগ্নিনির্বাপণে কাজ করে গেলেও প্রচণ্ড বাতাসের কারণে তা ব্যাহত হচ্ছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page