২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৪ জনের, আক্রান্ত ২৮৫৬


সকালেরর-সময় রিপোর্ট  ১৩ জুন, ২০২০ ৬:৩৯ : অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৮৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৩৯ জনে।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৬ হাজার ৬৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৮৯ হাজার ৯৬০টি। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ