সারাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে


সকালের-সময়  ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৩৮ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৯৭ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬০৫ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ ১ হাজার ৩৩৯টিতে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ হাজার ৯৭৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জনে।

উল্লেখ্য, আগের দিন রোববার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিলো। শনাক্ত হয়েছিলো ৮৬৪ জনের।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page