নিয়ন্ত্রণে আসছে চট্টগ্রামের করোনার তৃতীয় ঢেউ


সকালের-সময়  ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৬ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। টানা একমাস ঊর্ধ্বগতিতেথাকার পর করোনা শনাক্তে সংখ্যা অবশেষে দুইশতের নিচে নেমে আসলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ এদিন নতুন করে কারও মৃত্যু হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন–করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামলেই সেটাকে ‘নিয়ন্ত্রণ’ বলা হয়। অন্যদিকে এক শতাংশের নিচে নেমে এলে দেশকে ‘করোনামুক্ত’ হিসেবে ধরে নেওয়া যাবে। তারা অবশ্য আরও বলছেন, করোনা কতোটুকু বাগে এসেছে সেটা বুঝতে অপেক্ষা করতে হবে আরও দুই সপ্তাহ। ফলে এই সময়টাতে স্বাস্থ্যবিধি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।

সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ২ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ৬৯ জন নগরের ও ৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৩১৪ জন। এর মধ্যে নগর এলাকায় ৯১ হাজার ১০৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২০৭ জন।

এ ছাড়া করোনায় মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page