দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৫ জনের, আক্রান্ত ৩২৪৩


সকালের-সময় রিপোর্ট  ১৯ জুন, ২০২০ ৩:৫০ : অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন আরও ৪৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৮৮ জন। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন।

বিশ্বব্যাপী শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মারা গেছেন ৪ লাখ ৫৩ হাজার ২৬৮ জন। আর আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন। নস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে আরও জানা যায়, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার জন, আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার মানুষের।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ