দেশে গত ১দিনে আরও ২১ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১২৫১


সকালের-সময় রিপোর্ট  ১৯ মে, ২০২০ ৪:২১ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস (কভিড-১৯)। ফলে এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৭০ জন। আর নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ১২৫১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৩৮৭০ জন। অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, ‘ গত ২৪ ঘণ্টায় ৪২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করেছি ৮ হাজার ৪৪৯টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ২৫১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৫ হাজার ১২১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৭০ জন। সুস্থ হয়েছে ৪০৮ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৯৯৩ জন।

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬০২ জন, মৃত্যু হয় ২১ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ১ হাজার ২৭৩ জন, মারা যায় ১৪ জন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page